Views Bangladesh Logo

২৫ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারত থেকে পাঠানো ২৫টি ইসরায়েলি তৈরি ‘হেরোপ’ ড্রোন তারা ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, উন্নত প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এসব ড্রোন গুলি করে নামানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৫টি হেরোপ ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় খুঁজে পাওয়া গেছে।

আইএসপিআর আরও জানায়, শত্রুর যে কোনো অপতৎপরতার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যথাযথভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং প্রতিটি হুমকি নিষ্ক্রিয় করছে।

তবে ভারতীয় সূত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে পাকিস্তান ভারতের সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। নয়াদিল্লির দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা সফলভাবে প্রতিহত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ