২২ বছর পর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে ২০০২ সালের পর এটি তাদের প্রথম সিরিজ জয়। সিরিজের শেষ ও তৃতীয় এক দিনের ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরমেন্সে ৮ উইকেট জয়ে এ রেকর্ড করে পাকিস্তান।
এটি ছিল পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের প্রথম সিরিজ নেতৃত্ব। তার অধীনে পাকিস্তানের পেস আক্রমণ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, এমনকি ব্যাটিংও।
এদিন অস্ট্রেলিয়াকে মাত্র ১৪০ রানে অলআউট করে পাকিস্তান। শাহীনের ৩ উইকেট (৩২ রানে), হারিস রাউফের ২ উইকেট (২৪ রানে), নাসিম শাহের ৩ উইকেট (৫৪ রানে) এবং মোহাম্মদ হাসনাইন (২৪ রানে ১ উইকেট) অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়।
জবাবে, পাকিস্তান ২৬.৫ ওভারেই লক্ষ্য পূর্ণ করে। ওপেনার সাইম আয়ুব এবং আব্দুল্লাহ শফিক শক্তিশালী ভিত্তি তৈরি করেন। ৮৪ রানের জুটিতে, সাইম ৪২ এবং শফিক ৩৭ রান করেন। রিজওয়ান (৩০*) এবং বাবর আজম (২৮*) সহজেই ম্যাচটি শেষ করেন।
গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস ও স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের উপস্থিতি সত্ত্বেও, পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সে সব ভেসে যায়।
এর আগে সিরিজের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় আনে পাকিস্তান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে