পশ্চিম সীমান্তজুড়ে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে পশ্চিম সীমান্তজুড়ে ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উপযুক্ত জবাব দেয়া হয়েছে।’
তারা আরও বলেছে, সব ধরনের ‘ঘৃণ্য পরিকল্পনার’ জবাব ‘শক্তি প্রয়োগ করে’ দেয়া হবে।
গত বুধবার থেকে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা চলছে। ভারত কাশ্মীরে গত মাসে চালানো সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে একাধিক "সন্ত্রাসী ক্যাম্পে" হামলা চালানোর দাবি করেছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
এরপর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি ও বোমাবর্ষণ চলছে। এমনকি একে-অপরের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। যার ফলে প্রায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে, কাশ্মীরে দুই দেশের মধ্যে বিভক্ত ও উভয়ের দাবিকৃত অঞ্চলের সীমান্তে পাকিস্তানি সেনারা ‘অনেকগুলো যুদ্ধবিরতি লঙ্ঘন’ করেছে।
পাকিস্তান এখনও ভারতের ওই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইসলামাবাদ পাঠানকোট, শ্রীনগর এবং জয়সলমেরে হামলার দায় অস্বীকার করে এবং ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেয়।
এদিকে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে