ইতিহাস গড়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাস গড়ল পাকিস্তান ক্রিকেট দল। যা এর আগে কোনো দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা কখনোই তাদের ঘরের মাঠে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সব ম্যাচ হারেনি। তবে এবার টেম্বা বাভুমার দল সেই লজ্জার অধ্যায়ে নাম লেখালো।
পার্ল ও কেপ টাউনের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। এরপর জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারায় তারা। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ৩০৮ রান তোলে। সাইম আইয়ুবের দুর্দান্ত সেঞ্চুরি ও বাবর-রিজওয়ানের জোড়া হাফ-সেঞ্চুরি দলকে শক্ত ভিত্তি দেয়।
পাকিস্তানের ইনিংসে সাইম আইয়ুব ৯৪ বলে ১০১ রান করেন, যেখানে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। বাবর আজম ৭১ বলে ৫২ ও রিজওয়ান ৫২ বলে ৫৩ রান করেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ৫৬ রানে ৩ উইকেট নেন। এর পরও প্রতিপক্ষকে ৩০৮ রানের পাহাড় সমান টার্গেট ছুঁড়ে দেয় বাবর-রিজওয়ানরা, যা তারা করতে ব্যর্থ হয়।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে এনরিখ ক্লাসেনের ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস সত্ত্বেও ৪২ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তানের পেসার সুফিয়ান মুকিম ৫২ রানে ৪ উইকেট নেন। এছাড়া শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ২টি করে উইকেট শিকার করেন।
ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হন সাইম আইয়ুব। পাকিস্তানের এই দুর্দান্ত সাফল্য ক্রিকেট বিশ্বে বিশেষ নজর কাড়ে এবং দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে