Views Bangladesh Logo

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি

সুস্থতাজনিত কারণে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন।

এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দলের নেতারা বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

তবে প্রেসিডেন্ট ভবন বা জারদারির দল পিপিপির পক্ষ থেকে আসিফ আলী জারদারির স্বাস্থ্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ