Views Bangladesh Logo

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

ম্মু ও কাশ্মীরের পেহেলগাও অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত বেশ কিছু কড়া পদক্ষেপ নেয়। তারই প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানগুলোর গন্তব্যে পৌঁছাতে এখন বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও খরচ—দুটোই বাড়িয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে। কারণ, আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় যাত্রীদের সংখ্যা অনেক, বিশেষ করে পশ্চিম এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকামুখী ফ্লাইটগুলোর ক্ষেত্রে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় এসব রুটে ফ্লাইটগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, ফলে জ্বালানির খরচ বাড়ছে এবং সময়ও লাগছে বেশি।

বেসামরিক বিমান পরিবহন বিশ্লেষকদের আশঙ্কা, অতিরিক্ত খরচ পোষাতে বিমান সংস্থাগুলো যাত্রীদের ওপরই চাপ বাড়াবে, অর্থাৎ বাড়তে পারে টিকিটের দাম। বিশেষত এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো সংস্থাগুলোর ওপর এর প্রভাব বেশি পড়তে পারে, যাদের বেশ কিছু ফ্লাইট ইউরোপ ও আমেরিকামুখী।

পাকিস্তান শুধু ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্য দেশের ফ্লাইটগুলো যথারীতি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারছে। বিশ্লেষকরা মনে করছেন, এতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় সংস্থাগুলোর জন্য একটি বড় অসুবিধার কারণ হতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতেও ভারত যখন বালাকোটে বিমান হামলা চালায়, তখন পাকিস্তান প্রায় পাঁচ মাস ভারতের জন্য আকাশসীমা বন্ধ রেখেছিল। তখন ভারতীয় বেসামরিক বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছিল প্রায় ৫৫০ কোটি টাকারও বেশি। সেই সময়েও ফ্লাইটগুলোকে বিকল্প রুট নিতে হয়েছিল, যার ফলে অনেক ফ্লাইটকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে জ্বালানি ভরার জন্য অতিরিক্ত বিরতি দিতে হয়। যেমন, দিল্লি-শিকাগো রুটে এয়ার ইন্ডিয়াকে ইউরোপে থামতে হয়েছিল, আবার দিল্লি-ইস্তাম্বুল রুটে ইন্ডিগোর বিমান দোহায় থেমে জ্বালানি নিয়েছিল।

বর্তমান পরিস্থিতি কতদিন চলবে এবং ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাময়িকভাবে বিমান ভাড়া বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের জন্য সময় ও যাত্রা ঝক্কি কিছুটা বেড়ে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ