Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৩,০৯১

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় ৩৩,০৯১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এএফপি’র।

শুক্রবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন প্রাণ হারানোয় এই সংখ্যা বেড়ে মোট ৩৩,০৯১ জনে দাঁড়াল।

এতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের চালানো হামলার মধ্য দিয়ে শুরু হয় এ যুদ্ধ। গাজায় ইসরায়েলের এসব হামলায় মোট ৭৫,৭৫০ জন আহত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ