Views Bangladesh Logo

মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ফিলিস্তিনিদের কৃতজ্ঞতা

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা যুদ্ধ চলাকালীন বাংলাদেশের পক্ষ থেকে পর্যাপ্ত মানবিক সহায়তা ও সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান প্রধানমন্ত্রীর সমর্থনের জন্য গভীর প্রশংসা করেন এবং এই সংকটময় পর্যায়ে ফিলিস্তিনের জন্য তাঁর অবদানের নৈতিক ও মানবিক গুরুত্বের ওপর জোর দেন।

এতে আরও বলা হয়, শেখ হাসিনার এই দৃষ্টান্তমূলক ভূমিকা ফিলিস্তিনি জনগণের চলমান চ্যালেঞ্জের মধ্যে আশা ও সংহতির বাতিঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে। পূর্ববর্তী চালান অনুসরণ করে এবারও শিশু, এতিম এবং গাজার বাসিন্দাদের সহায়তার জন্য ৫ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশই প্রথম দেশ যারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দিয়েছে। এ ছাড়াও সম্পূর্ণ বৃত্তি নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজার শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেয়া হয়েছে।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছেন শেখ হাসিনা।

এতে আরও বলা হয়, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক সমর্থন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখছে। শেখ হাসিনার এই ধারাবাহিক সমর্থনের প্রতি ফিলিস্তিনি নেতৃবৃন্দের প্রশংসা ইঙ্গিত করে এ মুহূর্তে বৈশ্বিক সংহতি কতটা গুরুত্বপূর্ণ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ