Views Bangladesh Logo

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী অস্থিরতার মধ্যে রেল চলাচল বন্ধের এক সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।

সচিব আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

হুমায়ুন কবীর বলেন, মালবাহী ট্রেনগুলি আজ (বুধবার) থেকে কার্যক্রম শুরু করেছে। অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলি বাধাহীন ছিল।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বাংলাদেশ রেলওয়ে গত ১৮ জুলাই বিকেল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ