নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
সারা দিন সড়ক ফাঁকা থাকলেও সন্ধ্যার পর নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কেও ধীরগতিতে চলেছে গাড়ি।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মজারমিল এলাকা থেকে চন্দ্রা চৌরাস্তা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত দুই মহাসড়কে থেমে থেমে যানজট তৈরি হয়। কখনো দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। যাত্রী কম থাকলেও গাড়ির অতিরিক্ত চাপে যানজট তৈরি হচ্ছে বলে মনে করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।
কোথাও কোথাও যানবাহনের বিশৃঙ্খলার কারণে কমে যাচ্ছে পেছনে থাকা গাড়ির গতি। শুধু তাই নয় বেপরোয়া ব্যাটারিচালিত অটো রিকশার উল্টো পথে চলাচল ও ইউটার্নগুলোতে গাড়ির আটকে থাকায় এমনটি তৈরি হচ্ছে।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে শ্রীপুর পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিলো সকাল থেকে রাত পর্যন্ত।
অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর , উলাইল, বিশমাইল, নবীনগর বাসস্ট্যান্ডে গাড়ির চাপ থাকায় যান চলাচলে ছিলো ধীরগতি। সেই সঙ্গে যাত্রীও তেমন চোখে পরেনি। সকাল থেকে এই মহাসড়ক থেমে থেমে চলেছে যানবাহন।
নবীনগর চন্দ্রা মহাসড়কে থেমে থাকা আনাফ পরিবহণের যাত্রী শান্ত মিয়া বলেন, আমরা শ্রীপুর থেকে জিরানী এসেছি দুই ঘন্টায়। ঢাকা থেকে এসেছি। নবীনগর বাসস্ট্যান্ড ও সাভারের হেমায়েতপুর একটু সময়ের জন্য আটকে ছিলাম। কিন্ত এখানে এসে দুই ঘণ্টা ধরে আটকে আছি।
সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, দুপুর থেকে ঢাকা আরিচা মহাসড়কে কিছু ধীর গতি ছিল। কিন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকায় যানজট রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে