Views Bangladesh

Views Bangladesh Logo

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭ তম

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

বিশ্বব্যাপী সর্বাধিক-স্বীকৃত পাসপোর্ট রেটিং, হেনলি সূচকে ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৭ তম। এটি গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ১ ধাপ কমে এ অবস্থানে এসেছে পৌঁছেছে।

এ সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থান আছে উত্তর কোরিয়া। তাদের অবস্থানও ৯৭ তম।

প্রসঙ্গত, হেনলি সূচক মূলত পাসপোর্টধারীরা পূর্বের ভিসা ছাড়া কতগুলো গন্তব্যে প্রবেশ করতে পারে তার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। এখানে ১০৫ টি দেশে ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। ২০২৪ সালের হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, একটি বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে ৪২ টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে।

এ তালিকায় দক্ষিণ এশিয়ায় দেশ নেপালের অবস্থান ৯৮, পাকিস্তান ১০১ এবং আফগানিস্তান ১০৪ তম। তবে হেনলি সূচকে মালদ্বীপের অবস্থান বেশ ভালো। সূচকে তারা রয়েছে ৫৮তম স্থানে। ৯৪ টি দেশে তাদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে। যা দেশটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী করে তুলেছে। এছাড়াও সূচকে ভারত, ভুটান এবং শ্রীলঙ্কার পাসপোর্টের অবস্থান যথাক্রমে ৮০, ৮৭ এবং ৯৬ তম।

এদিকে ২০২৪ সালে এসে ছয়টি দেশের নাগরিকরা ১৯৪ টি দেশে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশের সুযোগ পাচ্ছে। এ দেশগুলো; ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ