Views Bangladesh

Views Bangladesh Logo

ভয় করলে মানুষকেই করতে হবে, সাপকে নয়: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

জীবজন্তু-সাপ কোনোদিন খামাখা কোনও মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হওয়ার ভয়ে থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবজন্তু বা সাপকে ভয়ের কিছু নেই, তবে সবার সতর্ক থাকা উচিত।

তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু। একটু সতর্ক হয়ে চলতে হবে এটাই তো।"

"আমি একটা বিষয়ে বিশ্বাস করি, জীবজন্তু-সাপ যাই বলেন, এরা কোনোদিন খামাখা কোনও মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হওয়ার ভয়ে থাকে। তাছাড়া তারা কোনোদিন কারো ক্ষতি করে না।"

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলায় জেলায় মানুষের মধ্যে আতঙ্ক হয়ে ওঠা ‘রাসেলস ভাইপার’ সাপ প্রসঙ্গ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

ভারত সফরের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। সেখানে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারে উপদ্রব নিয়ে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন শাইখ সিরাজ।

তিনি বলেন, “সাপ বরং মানুষকে ভয় পায়। ভয় বা আতঙ্ক থেকেই মানুষকে কামড় দিতে আসে। তাই সাপকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় করলে মানুষকেই করতে হয়, জীবজন্তু বা সাপকে নয়।”

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার সাপের উপদ্রবের খবর মিলছে। এই সাপের কামড়ে হতাহতের খবরও আসছে। আবার রাসেলস ভাইপার সন্দেহে অন্য সাপও পিটিয়ে মেরা ফেলা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ