নারী আইপিএলের শিরোপা জিতল বেঙ্গালুরু
নামীদামী দল গড়ে ১৬ মৌসুমে যেটা করতে পারেনি ছেলেরা, সেটা দ্বিতীয়বারের চেষ্টাতেই করে দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেয়েরা। দিল্লিতে রোববার দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে নারী আইপিএলের শিরোপা জিতে নিয়েছে স্মৃতি মান্ধানার দল।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শিরোপা জিততে লক্ষ্যটা খুব কঠিন ছিল না। ১১৪ রান করলেই প্রথমবারের মতো ট্রফি উঠতো বেঙ্গালুরুর হাতে। মাত্র ২ উইকেট হারালেও জয়টা খুব সহজে আসেনি। মাত্র ৩ বল হাতে রাখতে লক্ষ্যে পৌঁছে বেঙ্গালুরুর নারীরা।
রান তাড়ায় নেমে সোফি ডিভাইন ৩২ রান করে ফেরার পর স্মৃতি এবং এলিসা পেরির জুটিতে জয়ের পথেই থাকে বেঙ্গালুরু। স্মৃতি ৩১ রান করে আউট হলেও ৩৫ রান করে অপরাজিত থাকেন পেরি। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিচা ঘোষ।
এর আগে, টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় দিল্লি। উদ্বোধনী জুটিতেই দলটি তুলে ফেলে ৬৪ রান। সেটাও মাত্র ৪৩ বলে। তবে ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে শেফালি বর্মা ফিরতেই ভেঙে পড়ে দলটির ব্যাটিং অর্ডার। এরপর শেষ ৬৬ বলে আর মাত্র ৪৯ রান তুলে হাতে থাকা বাকি ৯ উইকেট হারায় স্বাগতিকরা। শ্রেয়াঙ্কা পাতিল মাত্র ১২ নেন ৪ উইকেট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে