Views Bangladesh

Views Bangladesh Logo

একজন অংশগ্রহণকারির ব্যক্তিগত অনুভূতি

M A  Khaleque

এম এ খালেক

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ট-কাঠের নির্মম আবরণে আবৃত রাজধানী ঢাকা শহরে আনন্দ উপলক্ষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজধানীতে প্রতিটি মানুষকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর মাঝেও দু-একটি উপলক্ষ আমাদের সামনে আসে, যা অনেক রৌদ্রতাপে জর্জরিত মরুভূমিকে এক পসলা বৃদ্ধির মতোই স্বস্তিদায়ক। তেমনি একটি আনন্দ উপলক্ষ সৃষ্টি হয়েছিল গত ২৮ ডিসেম্বর ২০২৩। এই দিন বাংলাদেশের প্রথম রিয়াল টাইম বাই-লিঙ্গুয়াল (বাংলা ও ইংরেজি) ওয়েবসাইট ‘ভিউজ বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও গুণীজন একত্রিত হয়েছিলেন।

এ অনুষ্ঠানটি এক পর্যায়ে গুণীজনদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ব্যক্তিগত কাজে যুক্ত থাকার ফলে অনুষ্ঠানে আসতে কিছুটা বিলম্ব হয়। এই ফাঁকে অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ পরস্পর আলোচনার মাধ্যমে অনুষ্ঠান উপভোগ্য করে তোলেন। একে একে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ড. ম জাহাঙ্গীর আলমসহ অন্য বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করেন। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এর পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কার্যক্রম শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেন ভিউজ বাংলাদেশ-এর সম্পাদক রাশেদ মেহেদী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভিউজ বাংলাদেশ-এর সহকারী সম্পাদক গিরীশ গৈরিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভাষণ দেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যান মুশফেক আনাম, লেখক ও সাংবাদিক মহসীন হাবিব, সাংবাদিক মধুসূদন মণ্ডল, আলোকচিত্র নাসির আলী মামুন, কবি মোহন রায়হান, দৈনিক সমকালের উপ-সম্পাদক মাহবুব আজিজ, লেখক মলয় চন্দন মুখোপাধ্যায় প্রমুখ ।

বিশিষ্টজন, উদ্যোক্তা ও লেখকদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গণি, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, ই-কমার্স উদ্যোক্তা ওয়ারেসা খানম প্রীতি, বাংলালিংকের চিফ রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, প্লেক্সাস ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন অংকিত সুরেকা, এবং ফাইবার অ্যাট হোমের পরিচালক আব্বাস ফারুক।

‘ভিউজ বাংলাদেশ’-এর কাছে আমি চাইব, বাংলাদেশের সাধারণ মানুষের যে তথ্য চাহিদা, তা সঠিকভাবে পূরণ করবে। এ ছাড়া বিভিন্ন সংবাদের যে ব্যাখ্যা বা বিশ্লেষণ, যা সাধারণত আমরা পত্র-পত্রিকায় দেখতে পাই না, সে বিষয়গুলো যেন ভিউজ বাংলাদেশ-এ প্রকাশিত হয়। তাহলে আমরা অর্থাৎ পাঠকবৃন্দ যেমন তথ্যের সঙ্গে যুক্ত থাকব, তেমনি তারা তথ্যের বিশ্লেষণ জানতে পারবে, তাদের কি করণীয় তাও উপলব্ধি করতে পারবেন।

আমি মনে করি, ভিউজ বাংলাদেশ বাংলাদেশের তথ্য বা গণমাধ্যমে একটি নতুন ধারা তৈরি করবে, যার প্রয়োজন আমরা বহুদিন ধরেই অনুভব করছি।

বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি অর্জন করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করে চলেছে। বাংলাদেশের এই অর্থনৈতিক অর্জন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছে। বিশ্বব্যাংকের রেটিংয়ে বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জাতিসংঘের সহযোগী সংস্থার রেটিংয়ে বাংলাদেশকে উন্নীয়নশীল দেশের প্রাথমিক তালিকায় স্থান দেয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এবং ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে চলে যাবে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ অবিরাম গতিতে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে ভাষণদানকালে অন্য বিশিষ্ট ব্যক্তিরা ভিউজ বাংলাদেশ-এর সাফল্য কামনা করেন। তারা বলেন, বাংলাদেশে বহুসংখ্যক অনলাইন মিডিয়া আছে; কিন্তু রিয়াল টাইম বাইলিঙ্গুয়াল অনলাইন পত্রিকা ‘ভিউজ বাংলাদেশ’ এই প্রথম। আমরা ভিউজ বাংলাদেশের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করব। তারা ভিউজ বাংলাদেশ পত্রিকার সম্পাদকের পেশাগত জীবনের উল্লেখ করে বলেন, তার হাতে এই পত্রিকাটি নিশ্চিতভাবেই সঠিক এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক সমাজের আস্থা অর্জন করবে সে বিশ্বাস আমাদের আছে।

লেখক: অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও অর্থনীতিবিষয়ক লেখক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ