Views Bangladesh

Views Bangladesh Logo

দুর্নীতির অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট টলেডোকে ২০ বছরের কারাদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে দুর্নীতির অভিযোগে ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাজিলের নির্মাণ কোম্পানি ওডেব্রেচ্টের সঙ্গে অভিযুক্ত একটি মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। ওডেব্রেচ্ট ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার সঙ্গে জড়িত থাকার জন্য সমালোচিত।

টলেডোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, মহাসড়ক নির্মাণের চুক্তি অনুমোদন নিয়ে দিতে তিনি ওডেব্রেচ্টের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণ করেছিলেন। লিমায় পেরুর বিশেষায়িত ফৌজদারি আদালত দীর্ঘ আইনি বিতর্কের পর এই রায় দেন।

টলেডো পেরুর প্রেসিডেন্ট ছিলেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

বিচারক ইনেস রোজাস রায়ে বলেন, টলেডোর দুর্নীতিরি শিকার ছিল পেরুর সাধারণ মানুষ, যারা তাকে তাদের প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাস করেছিল।

তিনি বলেন, টলেডো প্রেসিডেন্ট হিসাবে পাবলিক ফান্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। জনগণের সম্পদ সঠিকভাবে রক্ষা করার দায়িত্ব তার উপর ছিল, কিন্তু তিনি তা পালন করতে ব্যর্থ হন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেন।

ওডেব্রেচ্ট ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নির্মাণ করেছিল এবং ২০১৬ সালে মার্কিন কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছিল যে তারা সরকারি চুক্তি পেতে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ঘুষ দিয়েছে। এই ঘটনার তদন্তের ফলে মেক্সিকো, গুয়াতেমালা এবং ইকুয়েডরসহ বিভিন্ন দেশে দুর্নীতির মামলা ওঠে।

তবে টলেডো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার আইনজীবী রবার্তো সিউ জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ