Views Bangladesh

Views Bangladesh Logo

তাঁতীবাজারে পূজামণ্ডপে বোতল নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর চেইন ছিনতাইকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে ছুরিকাঘাত করেছে। একইসঙ্গে তারা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হোসেন।

তিনি বলেন, পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

ছুরিকাঘাতে চারজন আহত হয়েছে। তারা হলেন ঝন্টু (৪৫), সাগর (৩৮), খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ঘটনাস্থল থেকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছে।

কোতোয়ালি থানা-পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার পেট্রলবোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। বর্তমানে তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ