Views Bangladesh

Views Bangladesh Logo

সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান মিলেছে, জানালেন প্রতিমন্ত্রী

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

সিলেটে গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান মিলেছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলেট ১০ নম্বর কূপে মোট চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় প্রথম স্তরে তেল পাওয়া যায়।

প্রতিমন্ত্রী জানান, সিলেট-১০ নম্বর কূপের ২৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন হয়েছে। কূপের চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নীচের স্তরের ২৫৪০-২৫৫০ মিটারে পরীক্ষা করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায়। এখানে ফ্লোয়িং প্রেসার ৩২৫০ পিএসআই। মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট। ২৪৬০-২৪৭৫ মিটার গভীরতায় আরো একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়। আশা করা যাচ্ছে, আগামী ২০ বছর এখান থেকে সুফল পাওয়া যাবে। ইতিমধ্যে সিলেট খনি থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এর আগে ১৯৮৬ সালে দেশে প্রথম তেলের সন্ধান পাওয়া যায় হরিপুরে। এটি পাঁচ বছর স্থায়ী হয়েছিল। ওই সময় এপিআই গ্র্যাভিটি ২৭ ডিগ্রি। এবার সিলেট গ্যাসক্ষেত্রের নতুন কূপে এক হাজার ৩৯৭ থেকে এক হাজার ৪৪৫ মিটার গভীরতায় ৮ ডিসেম্বর তেলের উপস্থিতি জানা যায়। প্রাথমিকভাবে এপিআই গ্র্যাভিটি ২৯ দশমিক ৭ ডিগ্রি পাওয়া গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ