জিম্মি এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত ৪ জলদস্যুর ছবি প্রকাশ
জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত ৪ সোমালিয়া জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌ-বাহিনী। ছবিতে জাহাজে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে হাতে ভারী অস্ত্রসহ তাদেরকে জাহাজের উপরের অংশে দেখা গেছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ভারতীয় নৌ-বাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ছবিটি প্রকাশ করা হয়।
এক্সের ওই পোস্টে জানানো হয়, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।
এদিকে সোমালিয়ার উপকূল গারাকাতে নেওয়ার এক দিনের মাথায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নোঙর তুলে ফেলা হয়েছে। পরে জিম্মি জাহাজটিকে সেখান থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে গদবজিরান উপকূলে নিয়ে যায় জলদস্যুরা।
এ প্রসঙ্গে শুক্রবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা এ তথ্য পেয়েছি, যারা জাহাজটির অবস্থান ট্র্যাক করছে।’
প্রসঙ্গত, মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের এই জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। তারা প্রথমে জাহাজে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। বন্ধ করে দেওয়া হয় জাহাজের ইন্টারনেট সংযোগও। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নাবিকদের কাছে থাকা মোবাইল, সঙ্গে থাকা ডলার। জিম্মি করার তৃতীয় দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে আসে জলদস্যুরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে