Views Bangladesh Logo

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার ক্যাপ সাটার ভেঙে পড়েছে

নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার ক্যাপ সাটার ভেঙে পড়েছে কার্গো লরির ওপরে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিবদ্র এলাকায় এক্সপ্রেসওয়ের কাজ চলাকালে মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘চন্দ্রামুখী লেনের একটি পিলারে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে উপর থেকে লোহার সাটারটি ভেঙে পড়ে। আমাদের লোকজন সেখানে গেছেন’।

তিনি বলেন, ‘ঈদের আগেই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই হয়েছে। সেই পিলারের সাটারগুলো খুলে ফেলা হচ্ছে। যেহেতু সাটারগুলো পার্ট বাই পার্ট থাকে, তাই সেগুলো একটু লুস রাখা হয়। নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করায় সাটারগুলো কাভার্ডভ্যানটির উপর পড়েছে। কিছু সাটার ভেঙে গেলেও এক্সপ্রেসওয়ের সবকিছুই ঠিক আছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ