চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন বিমানের কো-পাইলট।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পোর্ট ডিভিশনের উপ-কমিশনার শাকিলা সুলতানা।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বিএনএস ইসা খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাইলট আসিম জাওয়াদ মারা যান। আহত কো-পাইলট পাইলট হলেন উইং কমান্ডার সোহান।
জানা গেছে, জহুরুল হক ঘাঁটির বোট ক্লাবের কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ সময় তারা প্যারাশুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এর আগে আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে