Views Bangladesh Logo

এমভি আবদুল্লাহ

প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে জলদস্যুদের যোগাযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে জিম্মি করে রাখা সোমালি জলদস্যুরা প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়ার আট দিন পর জলদস্যুরা বুধবার (২০ মার্চ) ‘তৃতীয় একটি পক্ষের মাধ্যমে’ জাহাজের মূল মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান কোম্পানির মিডিয়া ফোকাল মিজানুল ইসলাম।

তিনি বলেন, “জলদস্যুরা প্রথমবারের মতো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে। তবে তারা কোনো মুক্তিপণ চায়নি। এখন মূলত যোগাযোগ স্থাপন হলো। পরবর্তী আলোচনায় মুক্তিপণের বিষয়টি হয়তো আসবে।”

১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।

তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ