মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ
মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমাসহ নয়জনকে বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে। পূর্ব আফ্রিকার এই দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
এ ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় ও মন্ত্রিপরিষদ জানিয়েছে, চিলিমা ও অন্যান্যদের বহনকারী মালাউই প্রতিরক্ষা বাহিনীর বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানী লিলংওয়ে থেকে ছেড়ে যায়।
কর্তৃপক্ষের তথ্যমতে, বিমানটির লিলংওয়ে থেকে প্রায় ৩৮০ কিলোমিটার (২৪০ মাইল) উত্তরে এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। তবে সেখানে পৌঁছায়নি এবং রাডার দ্বারা বিমানটিকে সনাক্তও করা যায় না।
রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চিলিমাসহ নয়জনকে বহনকারী বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার পর থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিমান কর্তৃপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট ড. লাজারাস ম্যাকার্থি চাকভেরাকে অবহিত করেছেন মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল ভ্যালেন্টিনো ফিরি। বিষয়টি জানার পর রাষ্ট্রপতি চাকভেরা তার বাহামাস সফর বাতিল করেছেন এবং সমস্ত আঞ্চলিক ও জাতীয় সংস্থাকে বিমানটির অবস্থান সনাক্ত করতে তাত্ক্ষণিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে