যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ ৫ কানাডিয়ান নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই কানাডিয়ান নাগরিক বলে বার্তা সংস্থা বিবিসির খবরে জানানো হয়েছে।
বিবিসি জানায়, টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন পাইলট।
ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি এটি করতে পারবেন না।
জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি কস্টকো সুপার মার্কেটের কাছে আছড়ে পড়ে। এরপর এতে আগুন ধরে যায়।
এ ব্যাপারে ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কেন্দ্রা লোনি বলেছেন, ‘ভয়াবহ’ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তিনি আরও বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। পরবর্তী তদন্তের জন্য বিধ্বস্ত বিমানের কিছু অংশ রেখে দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে