Views Bangladesh Logo

আন্তর্জাতিক পিচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতল ব্র্যাক ইউনিভার্সিটির দল

Press Release

প্রেস রিলিজ

ন্তর্জাতিক পিচ প্রতিযোগিতা ‘লঞ্চ অ্যা ডিফারেন্ট ওয়ার্ল্ড ২০২৪’-এ প্রথম পুরস্কার জিতেছে ‘টিম রিপারপাস’ নামে একটি দল। এর পাঁচ সদস্যের মধ্যে তিনজনই ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্লাস্টিকের পুনঃব্যবহার নিয়ে কাজ করেছে দলটি। প্রথম পুরস্কার হিসেবে তারা জিতেছে ১ হাজার ৫০০ মার্কিন ডলার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের দলটি পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে কম খরচে থ্রিডি প্রিন্টিং উপকরণ এবং টেকসই পণ্য তৈরি করার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমানো, সমাজের উন্নয়ন এবং পুনঃব্যবহারযোগ্য অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে।

‘টিম রিপারপাস’ নামে এই দলটিতে ছিলেন পাঁচজন সদস্য। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হলেন- এমবিএ’র শিক্ষার্থী মোহাম্মদ ইমরান উদ্দিন, বিবিএ’র মহিউদ্দিন আহমেদ ও আবতাহী আবরার। দলের অন্য দুই সদস্য হলেন- ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ওয়েই জু হুয়াং এবং আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়া ভ্লাইকোভা।

দলটি বাংলাদেশে আর্কিটেকচারাল মডেল এবং ব্যক্তিগতকৃত উপহার তৈরির জন্য থ্রিডি প্রিন্টিং ফিলামেন্ট পরীক্ষার জন্য পাইলট প্রকল্প শুরুর পরিকল্পনা করছে। তারা আইন্দহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ফিলামেন্ট কোম্পানি রিসাইক্লিং ফ্যাব্রিক এবং থ্রিডি প্রিন্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যানজিবল ক্রিয়েটিভ-এর মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন।

শিক্ষার্থীদের এ দলটির বিশ্বাস, বাংলাদেশ থেকেই টেকসই ভবিষ্যতের যাত্রা শুরু হতে পারে। দলটি মনে করে, তাদের এই প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব হলে বিশ্বের অন্য দেশগুলোতেও এটি বাস্তবায়ন করা সম্ভবপর হবে। পিচ প্রতিযোগিতাটি ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্র্যাক্টিকাম নামক কোর্সের অধীনে অনুষ্ঠিত হয়। এ কোর্সটি ২০২৪ সালের ফল সেমিস্টারে পড়ানো হয়েছে।

এ কোর্সটি বাংলাদেশ, ফিলিস্তিন, কিরগিজস্তান, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্র, লিথুয়ানিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ফিলিপাইন ও ঘানার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা যৌথভাবে পড়িয়েছেন। প্রতিযোগিতার পুরস্কার স্পনসর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি পরিচালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের ড. সেবাস্টিয়ান গ্রোহ এবং স্কুল অফ জেনারেল এডুকেশনের নীলানা নওশিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ