Views Bangladesh Logo

শেখ হাসিনাসহ ৩৪৪ সাবেক সংসদ সদস্যর বিরুদ্ধে মামলার আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে এ আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এক পোশাককর্মী।

বাদীপক্ষের আইনজীবী বলেন, গত ৫ আগস্ট দুপুর দুইটার দিকে ঢাকার অদূরে আশুলিয়া থানার সামনে পোশাককর্মী আলাদুল ইসলামকে গুলি করা হয়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

পোশাককর্মী আলাদুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এর আগে কোনো মামলা হয়েছে কি না, সেটি তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুল লতিফ সিদ্দিকীসহ অনেককেই আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এর বাইরে আরও ১১৯ জনকে সন্দেহভাজন হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন বাদী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ