Views Bangladesh Logo

বিজেপি নেতা আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে আদভানির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ করা ছাড়া বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯৮০ সাল থেকে বর্ধিত সময়ের জন্য ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা লালকৃষ্ণ আদভানির প্রায় তিন দশক ধরে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক জীবন ছিল। তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ