Views Bangladesh Logo

ডিজিটাল হজ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন: পলক

 VB  Desk

ভিবি ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন। এর মাধ্যমে হজ্জের যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হচ্ছে।

শুক্রবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে এ বছরে হজ গমনেচ্ছুক ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে আরাফাতি হাজী কল্যাণ সমিতি।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নান্দনিক সৌন্দর্যমন্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পলক বলেন, ‘বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। কোন হজযাত্রী যেন প্রতারিত না হন সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনো কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় দেশের মানুষের কল্যাণ, সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহ্র ঐক্য কামনা করে হ্জযাত্রীদের দোয়া করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ