Views Bangladesh Logo

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন উভয় নেতা।

জার্মানির মিউনিখের স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী।

এর আগে সকালে সম্মেলন স্থলে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের এক সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে রবিবার রাতে মিউনিখ ত্যাগ করবেন তিনি এবং ১৯ ফেব্রুয়ারি তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ