আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়লগ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়লগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ মে) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করেছে ইউএনএফপিএ।
চলতি বছর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি)।
সম্মেলন সম্পর্কে জানা যায়, বৈশ্বিক এই সম্মেলনে আঞ্চলিক জনসংখ্যার বহুমুখিতা এবং বৈচিত্র্য উন্মোচিত হবে। এ ছাড়াও আন্তঃপ্রজন্মের সুস্থতা ও স্বাস্থ্যকর বার্ধক্যজনিত এবং ভবিষ্যতে জনসংখ্যার পরিসংখ্যান ও গ্রামীণ জনগোষ্ঠীর ডেমোগ্রাফি পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. রোকেয়া সুলতানা, জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোসাকা ইয়াসুশি এবং বুলগেরিয়া সরকার প্রতিনিধিরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে