Views Bangladesh Logo

খুলনায় ২৪ প্রকল্পের উদ্বোধন ও পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশের আগে শেখ হাসিনা এসব প্রকল্প উদ্বোধন করেন।

এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারযোগে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সার্কিট হাউজ মাঠে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।

বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ