Views Bangladesh

Views Bangladesh Logo

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলের (বিপিআইসি) সহযোগিতায় শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ মেলার আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর।

জানা গেছে, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আর এই মেলা দেখতে যাওয়া দর্শনার্থীদের কোনো প্রবেশ মূল্য লাগবে না।

মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার মাঠ পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে প্রদর্শিত পণ্য দেখতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আরও জানা গেছে, সারাদেশের হাঁস-মুরগি ও দুগ্ধ খামারের কৃষকরা তাদের গবাদি পশু-পাখি প্রদর্শনের জন্য এই মেলায় অংশগ্রহণ করবেন। এ ছাড়াও ৬৪টি জেলার ৪৬৬টি উপজেলায় এ মেলার আয়োজন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ