Views Bangladesh Logo

প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের পোল্ট্রি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি চাই পোল্ট্রি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতে আরও বেশি উদ্যোক্তা দেখতে চাই। আমি সবরকম সাহায্য করতে চাই। এর মাধ্যমে আমরাও দেশের মানুষের কর্মসংস্থান বাড়াতে চাই।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সবাই যদি গ্র্যাজুয়েশনের পর চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে ব্যবসা-বাণিজ্য করেন তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারব।

এ সময় দেশের তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। খাদ্য নিরাপত্তা অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমরা পুষ্টি  নিরাপত্তাও অর্জন করতে পারব।

এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে আমাদের দেশে মানুষকে ডাল-ভাত খাওয়াবে। সেই ডাল-ভাত খাওয়াতেও তো ব্যর্থ হয়েছিল তারা।

তিনি আরও বলেন, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মইন উদ্দিন, তারা ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য, আলু দিয়ে নানা রকমের খাদ্য তৈরি করা হলো, তা প্রদর্শন করা হলো বেশ উন্নত হোটেলে। মানুষ ভাত পাচ্ছে না কী হয়েছে? আলু খাবে। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, মাছ ও ভাত পেলেই আমাদের যথেষ্ট। সেটাই তো আমরা চাই। এখন অন্তত বলতে পারি মাছ-ভাতের অভাব নাই। ডাল-ভাতেরও অভাব নাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ