Views Bangladesh

Views Bangladesh Logo

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

০ ডিসেম্বর সিলেটে শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সকালে তিনি সিলেট যাবেন। সেখানে হযরত শাহজালালের মাজার এবং এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। বিকালে আলিয়া মাদরাসা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। যেটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার প্রথম জনসভা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হয় ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (১৭ ডিসেম্বর)।

৬ থেকে ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি এবং ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত (ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত) নির্বাচনি প্রচারণা চালানো যাবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ