Views Bangladesh

Views Bangladesh Logo

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণও করবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী সকাল ১১টায় হেলিকপ্টারে চড়ে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে কলাপাড়ায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ।

প্রধানমন্ত্রীর আগমন ও ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করার জন্য গত মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে কলাপাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম পর্যায়ে দুই হাজার ক্ষতিগ্রস্তের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি ভোজ্য তেল, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম ও ধনে গুঁড়া ১০০ গ্রাম সহায়তা দেওয়া হবে। মোট ১৪ কেজির বেশি খাদ্য সহায়তা দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার পর ভুক্তভোগীদের মধ্যে আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম পরিচালনা করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ