Views Bangladesh

Views Bangladesh Logo

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর আগে রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি ১১টি শিক্ষা বোর্ডের সমন্বিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

পরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।

এ বছর ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭৪ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ছয় লাখ ৯৮ হাজার ১৩৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ছয় লাখ ৭৬ হাজার ৩৫৩ জন।

আজ দুপুর আড়াইটায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এইচএসসি ফলাফলের বিস্তারিত জানাবেন  শিক্ষামন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ