Views Bangladesh Logo

ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনকে ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন ও মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে এই দুই সরকারি স্থাপনা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হন তিনি।

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা।

পরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন সরকার প্রধান। পরিদর্শনকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন তিনি।

সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবন দুটির ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ প্রধানন্ত্রীর কাছে তুলে ধরেন।

একইসঙ্গে একই দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন শেখ হাসিনা ।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই এই দুই সরকারি স্থাপনায় হামলা চালায় কয়েক শ দুর্বৃত্ত। দুর্বৃত্তরা সেতু ভবনে প্রবেশ করে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। তারা ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করে। এছাড়া সে সময় সেতু ভবনের অনেক কর্মচারীকে নির্দয়ভাবে মারধরও করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ