Views Bangladesh Logo

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এক দল দুর্বৃত্ত। এ ঘটনায় শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে বিটিভি ভবন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় ভবনটির ক্ষতিগ্রস্ত সব সেকশন ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে বিটিভি ভবনে চালানো তাণ্ডবের বিষয়ে প্রধানমন্ত্রীকে সংক্ষিপ্ত বর্ণনা দেন বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তার কাছে বিটিভি সদর দপ্তর ও বিটিভি ভবনে ভাঙচুরের একটি ভিডিও উপস্থাপন করা হয়।

ভবন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ ছাড়াও
অন্যদের মধ্যে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।

বিটিভির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ১৮ জুলাই বিকেলে বিটিভি ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এক দল দুর্বৃত্ত। তারা প্রথমে ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর বিটিভি ভবনের ভেতরে ঢুকে বিভিন্ন তলায় গিয়ে বিভিন্ন সেকশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে পুলিশ, আনসার সদস্যরা বিটিভি ভবনের সামনে এসে অভিযান শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিটিভি ভবনটির নিয়ন্ত্রণ নেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আরও জানা গেছে, এই তাণ্ডবে ১৯৬৪ সাল থেকে অমূল্য পুরাকীর্তি দিয়ে সাজানো একটি টেলিভিশন জাদুঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মুজিব কর্নার, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, অভ্যর্থনা ও প্রতীক্ষালয়ের আসবাবপত্র, কম্পিউটার, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য জিনিসপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও কম্পিউটার ল্যাব, প্রশিক্ষণ কক্ষ ও প্রিভিউ রুমের ৪০টি কম্পিউটার, ১০০টি টেলিভিশন সেট ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়।

তা ছাড়াও অডিটোরিয়াম, লাউঞ্জ, ডিজাইন, মেকআপ, ওয়ার্কশপ, গ্রাফিক্স রুম, স্টোর/ওয়ার্ডরোব রুম এবং ২০টি গ্রাফিকের কম্পিউটারের পাশাপাশি লিফট, নেটওয়ার্ক সরঞ্জাম, সিসি ক্যামেরা, যানবাহন ভবন ও শেড, ক্যান্টিন, নিরাপত্তা পর্যবেক্ষণ কক্ষ ও একটি সম্প্রচারিত ওবি ভ্যান ভাঙচুর করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ