কলাপাড়ায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে মঞ্চে উপস্থিত হন। বেলা ১টার দিকে উপস্থিত মানুষের মধ্যে বক্তব্য দেন।
দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
অন্তত দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসব ত্রাণের মধ্যে ছিল- চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানান, দুপুরে কলাপাড়ার শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে