Views Bangladesh Logo

না ফেরার দেশে কবি দাউদ হায়দার

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি, লেখক ও কলামিস্ট দাউদ হায়দার আর নেই। শনিবার (২৬ এপ্রিল) রাতে জার্মানির বার্লিনের একটি বৃদ্ধাশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবরটি নিশ্চিত করেছেন লন্ডনপ্রবাসী নাট্যশিল্পী ও সংগঠক স্বাধীন খসরু ও দাউদ হায়দারের ভাতিজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

১৯৭৩ সালে ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ নামে একটি কবিতার জন্য দাউদ হায়দার গ্রেপ্তার হন। ১৯৭৪ সালের ২০ মে সন্ধ্যায় তাকে জেল থেকে মুক্তি দিয়ে পরদিন কলকাতাগামী একটি বিশেষ ফ্লাইটে তুলে দেয়া হয়। সেই ফ্লাইটে অন্য কোনো যাত্রী ছিল না। পরবর্তীতে ভারত সরকারও তাকে বহিষ্কার করে। নোবেলজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের বিশেষ উদ্যোগে ১৯৮৭ সালে দাউদ হায়দার জার্মানিতে আশ্রয় পান।

গত বছর বার্লিনের নয়াকোলনের একটি হাসপাতালে ভর্তি হন কবি। বার্লিনের স্থানীয় পুলিশ জানায়, তিনি মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার হন। আগে থেকেই একাকীত্ব ও বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

দাউদ হায়দারের জন্ম ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনা জেলায়। তিনি বাংলা ভাষার আধুনিক কবিদের অন্যতম, সত্তর দশকের অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জন্মই আমার আজন্ম পাপ’। সত্তরের দশকের শুরুতে তিনি দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে লন্ডন সোসাইটি ফর পোয়েট্রি তার একটি কবিতাকে 'দ্য বেস্ট পোয়েম অব এশিয়া' সম্মাননায় ভূষিত করে। জীবনের শেষদিকে দাউদ হায়দার গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ