Views Bangladesh Logo

বইমেলায় কবি হেলাল হাফিজকে স্মরণ

মর একুশে বইমেলা ২০২৫-এর দ্বিতীয় দিনে স্মরণ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রেম, দ্রোহ ও মানবতার কবি হেলাল হাফিজকে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে সূচনা সংগীতের মধ্য দিয়ে এ কবিকে নিয়ে আলোচনা সভা শুরু হয়।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কুদরত-ই-হুদা। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক সুমন রহমানের সভাপতিত্বে হেলাল হাফিজকে নিয়ে আলোচনা করেন কবি মৃদুল মাহবুব।


কুদরত-ই-হুদা বলেন, হেলাল হাফিজ শুধু প্রেমের কবিতার মধ্যে থাকেননি। হেলাল হাফিজ আর্ট এবং রাজনীতি দুইয়ের মিতালি করা এ তালিকায় বোধ হয় অগ্রগণ্য থাকবেন। হেলাল হাফিজের নাম বাংলাদেশে জনপ্রিয়তাবিরোধী আর্টসর্বস্ব জনবিচ্ছিন্ন কবিকুল এবং ক্রিটিকরা না নিলেও টিকে থাকবেন তিনি। কারণ তিনি বাংলার রাজনীতির স্বার্থে প্রেন্ডুলামের মতো অনিশ্চয়তায় দুলতে থাকা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে উৎকণ্ঠিত থেকেছেন বরাবরই।


বাংলা একাডেমি জানায়,  প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী বইমেলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অমর একুশে বইমেলার মূলমঞ্চে প্রতিদিন ৪টায় এ আয়োজন থাকবে।  এ বছরের বইমেলার প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’।


অনুষ্ঠানমালা 
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সূচনা সংগীতের মধ্য দিয়ে শুরু হবে হায়দার আকবর খান রনো স্মরণানুষ্ঠান। প্রবন্ধ পাঠ করবেন সোহরাব হাসান। দীপা দত্তর সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন আবদুল্লাহ আল ক্বাফী রতন ও জলি তালুকদার।


মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সূচনা সংগীতের মধ্য দিয়ে শুরু হবে কুমুদিনী হাজং স্মরণানুষ্ঠান। প্রবন্ধ পাঠ করবেন পাভেল পার্থ। আবু সাঈদ খানের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন মতিলাল হাজং, পরাগ রিছিল।


আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় সূচনা সংগীতের মধ্য দিয়ে শুরু হবে হোসেনউদ্দীন হোসেন স্মরণানুষ্ঠান। প্রবন্ধকার আহমেদ মাওলা। মঈনুল আহসান সাবেরের সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন শহীদ ইকবাল, আবুল ফজল।


এ ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় অমর একুশে বইমেলার মূলমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান (স্বরচিত কবিতা পাঠ, কবিতা-আবৃত্তি ও সংগীত) উপস্থাপন থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ