Views Bangladesh Logo

‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব পেলেন কবি নির্মলেন্দু গুণ

Kamrul  Ahsan

কামরুল আহসান

‘সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,

রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।’

ওপরের চরণগুচ্ছ কবি নির্মলেন্দু গুণের ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবিতা থেকে নেয়া হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। শুধু সর্বাধিক কবিতা লেখার খেতাবটি নয়, বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা রচনার গৌরবটিও নির্মলেন্দু গুণ অর্জন করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখেছেন পূর্ণাঙ্গ একটি কাব্যগ্রন্থ।

এক সাক্ষাৎকারে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, আমার কবি জীবনের জন্ম বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখার জন্যই। বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি যখন পড়ে দেখলাম এটি দেশের মুক্তির জন্য আশীর্বাদ, তখন থেকেই আমার কবিতা লেখার শুরু।

এবার কবি নির্মলেন্দু গুণের মুকুটে যুক্ত হয়েছে আরও এক সম্মাননার পালক। সাহিত্যের ছোট কাগজ ‘লোক’ কবি নির্মলেন্দু গুণকে সম্মাননাসহ ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব দিচ্ছে। বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে ১০৪ তরুণ কবির কবিতা নিয়ে কাব্য-সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। সংকলনটির প্রকাশনা উপলক্ষে আগামী ১৮ মে, শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এক তারুণ্যের উৎসব।

উক্ত উৎসব উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে যিনি সর্বাধিকসংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখেছেন, বাংলাদেশের সেই স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণকে প্রদান করা হবে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা। এ ছাড়া সংকলনভুক্ত ১০৪ তরুণ কবির মধ্যে থেকে ৪ জনকে প্রদান করা হবে ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’।

‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননার কথা জানতে পেরে কবি নির্মলেন্দু গুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের কবিরা। এক তরুণ কবির পোস্টে কবি নির্মলেন্দু গুণ মন্তব্যে জানিয়েছেন, “খুব ভালো লাগলো। আপনারা যথার্থ কাজটাই করেছেন। ১৯৭৮ সালে আমার জন্মদিনে আওয়ামী লীগ নেত্রী বেগম সাজেদা চৌধুরী আমাকে জীবনানন্দের কাব্যসমগ্র উপহার দিয়েছিলেন। ওই বইটিতে তিনি আমাকে ‘বঙ্গবন্ধুর কবি’ বলেছিলেন। তাঁর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধুকে Poet of Politics বলেছিল সাপ্তাহিক নিউজউইক পত্রিকা, ৫ মে ১৯৭১ সংখ্যা। ‘Poet of Bangabandhu’ বঙ্গবন্ধুর জীবনের সেই ধারাবাহিকতাকে রক্ষা করেছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ