Views Bangladesh Logo

বইমেলায় কবি নির্মলেন্দু গুণের ‘আই লাভ ইউ’

ইমেলায় পাওয়া যাচ্ছে কবি নির্মলেন্দু গুণের আত্মজৈবনিক কাব্যোপন্যাস ‘আই লাভ ইউ, I LOVE YOU’। তার বর্ণাঢ্য জীবনের দীর্ঘ ৫০ বছর ধরে রচিত এই উপন্যাস একটানা ছয় মাস ধরে ফেসবুকে প্রকাশ করেন নির্মলেন্দু গুণ।

বইমেলায় ‘শাপলা প্রকাশন’সহ আরও তিনটি প্রকাশনা থেকে একযোগে প্রকাশিত হয়েছে এই আত্মজৈবনিক কাব্যোপন্যাসটি।

এই উপন্যাস নিয়ে ফেসবুকে গুণ লিখছেন, ‘১৭৪ পৃষ্ঠার এই উপন্যাসটি রচনা করতে আমার ৫০ বছর লেগেছে। চারটি প্রকাশনী থেকে এই গ্রন্থটি একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে।’

তিনি এই উপন্যাসের নান্দনিক প্রচ্ছদে ক্যামেলিয়া ফুলের ছবির ব্যবহার নিয়ে ফেসবুক লিখেন, ‘একটি সাহিত্য অনুষ্ঠানে মেলবোর্ন গিয়ে কিছুদিন ছিলাম। ঐ বাসার গেটের দুই পাশে দুটো মাথা-উঁচু ক্যামেলিয়া ফুলের গাছ ছিল। এর আগে আমি ক্যামেলিয়া ফুল কোথাও কখনো দেখিনি- ওটাই ছিল আমার দেখা প্রথম ক্যামেলিয়া। আর আমার উপন্যাসের নায়িকা মেলবোর্নে থাকেন। এই ক্যামেলিয়া ফুলটির সঙ্গে আমার উপন্যাসের নায়িকা “কৌশিকী”র খুব মিল আছে। এই বিবেচনায় উপন্যাসের প্রচ্ছদটিকে যুক্তিসঙ্গত বলেই মনে হলো আমার। মানুষের ছবি ব্যবহার করলে নাকি অনুমতি নিতে হয়। ফুলের অনুমতি নিতে হয় না।’

বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ধ্রুব এষ। ১৭৬ পৃষ্ঠার ‘আই লাভ ইউ’ উপন্যাসের মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইমেলায় আজ থেকে ‘শাপলা প্রকাশন’-এর স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন গুণ ভক্তরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ