পুলিশ প্রশাসনে বড় রদবদল
পুলিশ প্রশাসনে বড় রদবদল হয়েছে। তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপন অনুসারে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করে রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ আলী মিয়াকে পুনরায় পুলিশ সদর দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন জেলার ২৮ জন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ছাড়াও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে