গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, মালিক গ্রেপ্তার
ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানার গুদামে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কারখানার গুদাম মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এই গুদামে অবৈধভাবে আতশবাজি মজুদ করে রাখা হয় এবং সেখানে আতশবাজি তৈরি করা হচ্ছিল।
গুজরাটের পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে গুজরাটের বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরে একটি আতশবাজির কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে বর্ডার রেঞ্জের আইজি চিরাগ কোরাদিয়া পিটিআইকে জানান, বনাসকাণ্ঠা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পাশের সাবরকাঁণ্ঠা জেলা থেকে গুদামের মালিক দীপক মোহনানিকে গ্রেপ্তার করে।
কর্মকর্তারা জানান, দীপক ও তার বাবা খূপচাঁদ মোহনানির মালিকানাধীন গুদামটি ‘দীপক ট্রেডার্স’ নামে পরিচিত ছিল।
এ ব্যাপারে বনাসকাণ্ঠা জেলার কালেক্টর মিহির প্যাটেল বলেন, ‘নিহতরা সকলেই মধ্যপ্রদেশের হারদা ও দেওয়াস জেলার বাসিন্দা। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ছয়জন।’
তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে ১৯ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বাকী দুইজনের পরিচয় জানতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।’,” তিনি বলেন।
কালেক্টর মিহির প্যাটেল বলেন, বিস্ফোরণটা এতটাই তীব্র ছিল যে, শ্রমিকদের দেহের অংশ ২০০-৩০০ মিটার দূরে গিয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিস্ফোরণের প্রভাবে ভবনের স্ল্যাব ভেঙে পড়ে। এমনকি শ্রমিকদের পরিবারের সদস্যরাও স্ল্যাবের বড় বড় খণ্ডের নিচে চাপা পড়ে মারা যান।
এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে