Views Bangladesh Logo

কারাগারের ব্যারাক থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

টুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে মো. সাজেদুল ইসলাম (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর জেলার বাসিন্দা ছিলেন।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যারাকের একটি কক্ষের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে সহকর্মীরা।

কারাগার থেকে পাওয়া তথ্যানুযায়ী জানা গেছে, নিয়মিত রোল কলের সময় সাজেদুল ইসলামকে না পেয়ে সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে সাজেদুলের ঘরের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ভেতরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদের ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় এবং তার উপর নির্যাতন চালানোর কারণে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার সাব ইন্সপেক্টর ইসরাইল হোসেন।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুল আলম বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি।‘

পটুয়াখালী জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা সাজেদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করার খবর পেয়েছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলছি এবং বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাজেদুল আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ