ডিসি হিলে হামলাকারীদের আটকালেও ছেড়ে দিল পুলিশ
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। কেউ অভিযোগ বা মামলা না করায় তাদের ছেড়ে দেয়ার কথা জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
তবে থানা সূত্রেরই অভিযোগ, মূলত চাপের কাছে নতি স্বীকার করেছে থানা পুলিশ। রোববার (১৩ এপ্রিল) রাতের ভাঙচুরের পর পরই আটক হন ওই পাঁচজন। তারা নিজেদের বিএনপির অনুসারী বলে পরিচয় দেন। তাদের থানা থেকে ছাড়িয়ে নিতে রাতেই শীর্ষস্থানীয় একাধিক বিএনপি নেতাকর্মী থানায় ভিড় করেন। এ কারণে আটককৃতদের ছেড়ে দেয় পুলিশ।
ওসি বলেন, ‘আমরা পাঁচজনকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম। তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তারা জানান, ২০-২৫ জনের মতো বিক্ষুব্ধ মানুষ ব্যানার পোস্টার ছিঁড়তে এসেছিলেন; কিন্তু ছেঁড়েননি। রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও আসেনি। তাই আমরা তাদের জিডিমূলে জিম্মায় ছেড়ে দিয়েছি।’
জিডিমূলে কাদের জিম্মায় ছেড়ে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘জিডি দেখে বলতে হবে।’
সাধারণত এ ধরনের ভাঙচুর কিংবা সন্দেহজনক আটকের ঘটনায় থানা পুলিশ সিএমপির ৮৮ ধারায় আদালতে আটকৃতদের চালান দিয়ে থাকে। তবে এ ক্ষেত্রে এবার ব্যতিক্রম হয়েছে। ৮৮ ধারায় কেন চালান হলো না সে বিষয়ে কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান ওসি।
সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণের অনুষ্ঠান আর না করার ঘোষণা দিয়েছিলেন আয়োজকরা। তাই পহেলা বৈশাখে দর্শনার্থীশূন্য ছিল সিআরবি।
নগরবাসী বলছেন, নববর্ষে আগে কখনো এমন হতশ্রী অবস্থা ছিল না ডিসি হিলের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে