Views Bangladesh

Views Bangladesh Logo

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল: নাহিদ ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আজ দুপুরে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাঙচুর ও মারধরের ঘটনায় অনেকে আহত হন।

এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল বলেই এমন ঘটনা ঘটেছে, এটা তো আমরা স্বীকার করেছি। পুলিশকে সক্রিয় করতে রদবদল চলছে।’

এ ঘটনায় কেউ নিহত হয়নি জানিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কলেজের সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টার ফলেও সংঘর্ষ এড়ানো যায়নি। যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। কোনো মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, পুলিশে নতুন নিয়োগে কাজ চলছে। পরিবর্তন আনতে সময় প্রয়োজন। সবার প্রতি ধৈর্য ধরার আহ্বান থাকবে আমাদের।

ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে গতকাল রবিবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চলে। এ ঘটনার জেরে আজ সংঘর্ষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ