Views Bangladesh Logo

সরকারের সঙ্গে বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৃহস্পতিবার (১৭ এাপ্রল) শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে বেলা ১১টা পর্যন্ত তাদের ঘোষিত সারাদেশে রেলপথ ব্লকেডসহ সব কর্মসূচি শিথিল থাকবে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

জুবায়ের পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেন, বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠক রয়েছে। এ বৈঠক যদি ফলপ্রসূ হয় তাহলে রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হবে আর যদি বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে নতুন করে কর্মসূচি দেয়া হবে।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী জানান, বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, ‘বৈঠকে ৬ দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।’

অন্যদিকে ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের তৃতীয় পক্ষ এবং বিভিন্ন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত এবং ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা আজ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। যারা অনৈতিক কাজে আপনাদের লিপ্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা এই সরকারের বিপক্ষে নই, আমরা সরকারকে সহযোগিতা করে আন্দোলনকে বাস্তবায়ন করব।’

উল্লেখ্য, বুধবার সকাল ১০টায় সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। যার ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কুমিল্লায় কর্মসূচি চলাকালে সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গতকাল রাতে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তার মাধ্যমে তা বাতিল করা হয়।

আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানিয়েছেন, আজকের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ