Views Bangladesh Logo

চেতনা থাকলেও পোপ ফ্রান্সিসের অবস্থা সংকটজনক

 VB  Desk

ভিবি ডেস্ক

নিউমোনিয়া ও ফুসফুসে জটিল সংক্রমণের চিকিৎসা চলাকালে দীর্ঘস্থায়ী হাঁপানিজনিত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। চেতনা থাকলেও পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছে ভ্যাটিকান।

বিবৃতিতে বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে, ‘পোপ বিপদের বাইরে নন’।

১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ফ্রান্সিসের অবস্থা বর্ণনায় প্রথমবারের মতো ভ্যাটিকানের লিখিত বিবৃতিতে ‘সংকটজনক’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

৮৮ বছর বয়সী পোপ এখনও সচেতন। শ্বাস নিতে সহায়তায় তাকে ‘উচ্চমাত্রার অক্সিজেন’ দেয়া হয়েছিল।

ভ্যাটিকান প্রকাশিত আপডেটে জানা গেছে, পরীক্ষায় রক্ত ​​জমাট বাঁধতে প্রয়োজনীয় প্লেটলেটের সংখ্যা কম থাকায় তাকে রক্তও দেয়া হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পোপ ‘সতর্ক রয়েছেন এবং শনিবারের (২২ ফেব্রুয়ারি) চেয়ে বেশি ব্যথা থাকলেও রোববার (২৩ ফেব্রুয়ারি) আর্মচেয়ারে কাটিয়েছেন’।

তবে চিকিৎসকরা পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, এটি ‘সংরক্ষিত’। তারা জানান, পোপ ফ্রান্সিসের বয়স, ভঙ্গুরতা এবং আগে থেকেই ফুসফুসের রোগের কারণে তার অবস্থা স্পর্শকাতর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ