‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের দাবি পরীমনির
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি গৃহকর্মীকে মারধরের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন, তার কাছে সমস্ত প্রমাণ রয়েছে এবং আইনি প্রক্রিয়াতেই এসব মোকাবিলা করবেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে তিনি এই দাবি করেন। ২১ মিনিট ৬ সেকেন্ডের ওই লাইভে পরীমনি নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় পিংকি আক্তার নামে এক তরুণী অভিযোগ করেন, পরীমনি তাকে মারধর করেছেন। থানার এসআই আরিফুর ইসলাম জানান, বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
এ বিষয়ে ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরীমনি লাইভে বলেন, ‘আমার জীবনে আত্মীয়স্বজন নেই বললেই চলে। আমার স্টাফরাই আমার পরিবার। বিশেষ দিবসগুলোও আমি ওদের সঙ্গে পালন করি। এই মেয়ে (পিংকি) মাত্র এক মাস হয়েছে এসেছে, আমি তাকে গৃহকর্মীও বলব না।’
তিনি আরও বলেন, ‘আমি অনেকদিন চুপ থেকেছি। কিন্তু কেচো খুঁড়তে গিয়ে যদি সাপ বের হয়? আমি আমার দুই সন্তান নিয়ে শান্তিতে থাকতে চাই। আমার বাসায় নয় বছর ধরে একজন কাজ করছেন, ড্রাইভার আছেন চার বছর। তাহলে এখন হঠাৎ করে নতুন একজন এসে এত বড় অভিযোগ করল কেন?’
পরীমনি অভিযোগ করে বলেন, সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে খবর প্রকাশ করে তাকে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার করা হয়েছে।
তিনি বলেন, ‘একটা জিডি করা মানেই কি সেটাই সত্যি? প্রমাণ ছাড়াই আমাকে দোষী বানিয়ে দিচ্ছেন? মিডিয়াকর্মীদের কাছে আমার প্রশ্ন—আপনারা কি একটু অপেক্ষা করতে পারতেন না?’
তিনি আরও বলেন, ‘আমি অন্যায় করলে শাস্তি পাব; কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে দোষী বানিয়ে দেয়া উচিত নয়। মিডিয়া ট্রায়াল বন্ধ করা দরকার।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে